Disclosure: This content is reader-supported, which means that if you click on some of our links. then we may earn a commission.
![HITMAN'S WIFE'S BODYGUARD Movie Review](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzo7xtV3PVeXc-GIJJnekeZ_kdZU5uHW1bob8HhxCu3IMCZ16OvgbE7Aa2tFQ8w4BLDZvoZ0kpUwkclcuQ6RYPiyzhtbkQHweqMNogyz_4bkGacMESgWg4sUKLcS1QVCIXJ34pPapeDY4/s720/IMG_ORG_1641453528760.jpeg)
তো, এসব ছেড়েছুড়ে সাইকিয়াট্রিকের পরামর্শে। একটু মানসিক প্রশান্তির উদ্যেশে, নিরিবিলি যায়গায় ট্যুর দেয় ব্রেস। ◾কিন্তু, তার সেই ট্যুরের বারোটো, তেরোটা বাজাতে সেখানে পৌছেযায় কার্লোর বউ। সে পৌছে, ব্রেস'রে বলে, "আমার জামাই কার্লো কিডন্যাপ হইছে! কার্লোর শেষ ইচ্ছা একবার তোকে দেখবে"! ◾অন্যদিকে, গ্রিসের লাগাতার দুষ্টামির কারণে। ইউরোপীয় ইউনিয়ন [ইউ] গ্রিসের উপর অর্থনৈতিক অবরোধের ঘোষনা দেয়। ◾কিন্তু, ইউ'র এই ঘোষনা শুনে। গ্রিস-দেশের এক প্রো-দেশপ্রেমিকের গাঁয়ে জ্বালা ওঠে। যার কারণে সে রেগে গিয়ে। গোটা ইউরোপ মহাদেশকে, ধংস করার পরিকল্পনা আঠেঁ! কিন্তু ঘটনাচক্রে এইসব উঠকু ঝামেলার মধ্যে ফেঁসে যায় বর্ডিগার্ড, হিটম্যান এবং তার বউ! যার কারণে সিনেমাটির নাম হয়েছে "HITMAN'S WIFE'S BODYGUARD" 🔰
সর্বশেষঃ এই কিস্তির প্রথম সিনেমাটি দেখার সময়, শরীরের মধ্যে একটা ভাব এসেছিল! তাই আগ্রহ নিয়ে এই সিনেমাটি দেখতে বসেছিলাম। কিন্তু কি বলব! সিনেমাটি আমাকে একেবারেই হতাশ করেছে! না-ছিল ভালো কমেডি, না-ছিল শরীরে ভাব নিয়ে আসার মতো, কোনো অ্যাকশন সিকুয়েন্স! তবে শেষের ৩০মিনিট মোটামুটি চলে। সুতারাং সিনেমাটির নিয়ে আপনাদের মনে যদি উল্লেখযোগ্য পরিমাণ আগ্রহ থেকে থাকে, তাহলে এখনি সব ছেড়েছুড়ে ফেলুন। অতপর জিরো এক্সপেক্টেশন নিয়ে সিনেমাটি দেখতে বসুন। _____________________________________ কিছু তথ্য👇 🔰বাজেট 🔸$৭০M 🔰বক্সঅফিস 🔸ডোমেস্টিক: $৩৮+M 🔸ওভারসীস : $৩২+M 🔸টোটাল : $৭০+M 🔰পুরষ্কার 🔸জানিনা, সিনেমা ভাল্লাগেনাই তাই খোজ-খবরও রাখিনি। 🔰আইএমডিবি রেটিং 🔸৬.১ [৬৬,৩৮০+ভোট] ধন্যবাদ 🙏
Disclosure: This post May contains affiliate links that support our Blog.
When you purchase something after clicking an affiliate link, we may receive a commission.
Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents