Disclosure: This content is reader-supported, which means that if you click on some of our links. then we may earn a commission.
![bank asia bangladesh review](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpABF3P7Rf7ALigz_YtOI8eBQCLuEfRP3PFBTLCdAX7yU0k2jeffjRCjTp9KbVJ4P8bJDjOk2wVouXNkUKtazgGNDgVj-48Q2sFWjDA0L1zEZrq0f0Uk9mdH0BSEzAwoe6Y1V-yEY82CY/s1280/IMG_ORG_1641470347156.jpeg)
ব্যাংক এশিয়াঃ
bank asia bangladesh review
৪। আরেকটা বড় সমস্যা আছে। আপনি আউটগোয়িং BEFTN করার পরে আপনার একাউন্ট ব্যালেন্স থেকে সাথে সাথেই সেই BEFTN করা টাকা ডেবিট হয় না, কর্মদিবসের সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যেই আপনার একাউন্ট থেকে সেই BEFTN করানো টাকা ডেবিট হবে। উদাহরণঃ ধরুন আপনি বৃহস্পতিবার বিকালে কাউকে BEFTN করে টাকা পাঠালেন, আপনার একাউন্ট থেকে সেই টাকা কর্তন হবে রবিবার কর্মদিবসের সকাল ১১টার পরে। এতে বিরাট সমস্যা হল যারা দিনে কয়েকবার BEFTN করে থাকেন তাদের জন্যে। দিনে কয়টা BEFTN করেছেন এবং মুল একাউন্ট ব্যালেন্স সর্বমোট হিসাব করে মনে রেখে BEFTN করতে হয়, যেহেতু BEFTN করার সাথে সাথেই একাউন্ট থেকে ব্যালেন্স কমে না, যেভাবে ইনস্ট্যান্ট ব্যালেন্স কমে যায় অন্যান্য ব্যাংকের। ব্যাংক এশিয়ার কোন বড় কর্মকর্তা এই গ্রুপে থেকে থাকলে এসব আজেবাজে সমস্যা দূরীকরণে আন্তরিক হউন। কারণ এখন সময়টা ইন্টারনেট ব্যাংকিংয়ের। সতর্কতাঃ সবশেষে জানাই যারা ক্রমাগত এপ ভিক্তিক ইন্টারনেট ব্যাংকিং করতে বেশ পছন্দ করে থাকেন তাদের জন্যে ব্যাংক এশিয়া ইউজার ফ্রেন্ডলি না, তাই সেখানে একাউন্ট করার ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকবেন।
Disclosure: This post May contains affiliate links that support our Blog.
When you purchase something after clicking an affiliate link, we may receive a commission.
Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents