MJOLNIR - THORS HAMMER থর হ্যামার রিভিউ

Disclosure: This content is reader-supported, which means that if you click on some of our links. then we may earn a commission.
💥 MJOLNIR - THOR'S HAMMER 💥 অনেক সুপারহিরো, সুপারভিলেন এবং সিম্ভিয়ট সম্পর্কে তো জানিয়ে দিয়েছি তাই এবার আলাদা কিছু করার চেষ্টা করছি, আজ থেকে নতুন একটি সিরিজ শুরু করতে চলেছি আর সেটি হচ্ছে STRONGEST WEAPON IN THE UNIVERSE মানে একে একে Mjolnir, Stormbreaker, Nacrosword(my fav), Ultimate Weapon X ( my fav ), Surfboard, Ultimate Nullifier, Trident, Odinsword সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
MJOLNIR - THORS HAMMER থর হ্যামার রিভিউ
THOR কে সবাই চিনে, কিন্তু তার হাতে থাকা mjolnir এর ব্যাপারে খুব কম মানুষই জানে, যারা আমার মতো কমিক লাভার শুধু তারাই এই mjolnir এর ব্যাপারে জানে। আজ আপনারা যারা যানেন না এই mjolnir কিভাবে বানানো হয়েছে, এটা কেনো সবাই উঠাতে পারে না, এটা উঠানোর জন্য কেনো worthy হতে হয় সবই আপনারা যেনে যাবেন। Origin of MJOLNIR 👇🏻 Mjolnir এর অরিজিন এই অব্দি ২টা দেখানো হয়েছে প্রথমটা দেখানো হয়েছিলো ১৯৬২ সালে আসা Journey into mystery কমিকের ইস্যু নাম্বার ৮৩ তে। কিন্ত আমি এই অরিজিন নিয়ে আলোচনা করবো না আমি আলোচনা করবো mjolnir এর ২য় অরিজিন স্টোরি নিয়ে যেটা Unworthy Thor এর Mighty Thor ইভেন্টে দেখানো হয়েছে। আপনাদের যদি mjolnir এর এই অরিজিন জানার ইচ্ছা থাকে তাহলে আপনাদের অবশ্যই Mighty Thor মানে jane foster কিভাবে mighty thor হয়েছিলো সেটি জানতে হবে। 


যাই হোক, Jane Foster যখন mighty thor হয় তখন সে শুধু mjolnir কে ব্যবহার করতো তা নয় বরং সে mjolnir এর সাথে কথাও বলতো আর সেই mjolnir ও তার সাথে কথা বলতো, কিন্তু এই ব্যপারে শুধু মাত্র সে ছাড়া আর কেউই জানতো না। mjolnir আর mighty thor এর এই কমিউনিকেশনের কারনেই mighty thor mjolnir কে thor এর চেয়েও ভালোভাবে ব্যবহার করতে পারতো। আর একদিন mjolnir mighty thor কে বলে যে সে তার ইতিহাস তার সাথে শেয়ার করতে চায়, আর এটা বলেই mjolnir mighty thor কে উরিয়ে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে অনেক বড় একটি লাইব্রেরি ছিলো। আর সেই লাইব্রেরিতে থাকা লাইব্রেরিয়ান mighty thor কে জিজ্ঞাসা করে কেনো এসেছে সে এখানে! তখন mighty thor তাকে জিজ্ঞাসা করে এটি কোন জায়গা!
তখন সেই লাইব্রেরিয়ান তাকে বলে যে "এটা এমন একটি লাইব্রেরি যা মিলিয়ন মিলিয়ন বছর আগে বানানো হয়েছিলো, এটা এমন জায়গা সেখানে শুধুমাত্র god রাই আসতে পারে, এটি এমন একটি জায়গা সেখানে ইউনিভার্স এর কোন জায়গায় কি ঘটছে সবকিছুর তথ্য এই লাইব্রেরিতে থাকা বইগুলোতে লিপিবদ্ধ থাকে, এটি এমন একটি জায়গা যেখানে সকল গডরা কোন ইনফরমেশন জানতে আসে, এবার তুমি বলো তুমি কেনো এসেছো আর কি জানতে চাও? তখন mighty thor বলে " এখানে আমি আসি নাই বরং আমার হ্যামার mjolnir নিয়ে এসেছে। লাইব্রেরিয়ান তখন hammer কে দেখেই বুঝে যায় এবং সে mighty thor কে তার পিছনে পিছনে আসতে বলে, এরপর সেই লাইব্রেরিয়ান একটি বই নামিয়ে পরতে থাকে যে বইটির নাম ছিলো THE STORMS। লাইব্রেরিয়ান বলতে থাকে যে অনেক অনেক বছর আগের কথা যখন 9 realms এর একটি realm ছিলো Dwarves দের আর তাদের বলা হতো dwarves of nidavellir। একদিন তাদের এই realm এ Trolls রা আক্রমণ করেছিলো। Trolls রা প্রায় dwarves দের হারিয়েই দিচ্ছিলো কিন্তু তখন সেখানে odin চলে আসে এবং সে trolls দের একাই হারিয়ে দেয় এবং dwarves দের বাচিয়ে দেয়। এখানে প্রশ্ন হচ্ছে odin dwarves পক্ষেই কেনো লড়াই করলো? আসলে পুরো ইউনিভার্স এ এই dwarves রা পাওয়ারফুল হাতিয়ার গুলা বানাতে সক্ষম ছিলো যা বাকি realm এর কেউ পারতো না। এই কারনেই odin dwarves হয়ে লড়েছিলো। যাই হোক dwarves দের রক্ষা করার জন্য তারা odin কে uru তাদের একটি metal উপহার সরুপ দেয়, এই uru metal পুরো ইউনিভার্স এর এমন একটি metal যেটাকে কখনো কেউ destroy করতে পারবে না, আর এই metal সবচেয়ে আলাদা হওয়ার কারন হচ্ছে এটা সকল পাওয়ারফুল এনার্জিকে নিজের মধ্যে absorp করে নিতে পারে। odin এই উপহার হাসিখুশিভাবে গ্রহণ করে, এখানে বলে রাখা ভালো dwarves দের দেওয়া এই uru তখন কোন shape এ ছিলো না। odin এরপর এই uru নিয়ে সেখান থেকে asgard এ ফিরে আসে, তার কিছু বছর পর একটি storm যার নাম ছিলো God Tempest সেটি asgard এর দিকে ধেয়ে আসতে শুরু করে, এটি এতোটা পাওয়ারফুল storm ছিলো যেটার বিরুদ্ধে odin লাগাতার কয়েকদিন লড়াই করতে হয়েছিলো asgard কে বাচানোর জন্য। অনেকদিন লড়াই করার পর odin বুঝে গিয়েছিলো একে hand to hand হারানো অসম্ভব তাই একে কোথাও বন্ধি করতেই হবে, তখন তার মাথায় বুদ্ধি আসে dwarves দের দেওয়া সেই uru এর কথা যেটার মধ্যে সব ধরনের powerful cosmic energy কে absorp করার ক্ষমতা আছে, এরপর লড়াই করতে করতে যখন odin দেখে সেই storm একটু দুর্বল হয়ে গিয়েছে আর তখনই odin সেই storm এর সামনে অই uru কে নিয়ে আসে এবং এই uru পুরো storm টাকে তার মধ্যে absorp করে নেয়। এরপর Odin সেই uru নিয়ে dwarves দের কাছে যায় এবং তাদেরকে আদেশ করে যে এই uru কে একটি shape দিয়ে একটি হাতিয়ারে রুপান্তর করতে। এতে dwarves রা রাজি হয় না আর তারা বলে যে uru কে গলানো কখনোই সম্ভব নয় আর যদি গলানোই না যায় তাহলে এটাকে একটা shape দিয়ে হাতিয়ার বানানোও অসম্ভব। তখন dwarves দের odin ধমকাতে থাকে এবং বলে যদি তারা এটিকে হাতিয়ার বানিয়ে না দেয় তাহলে ভবিষ্যতে সে আর কখনই trolls দের হাত থেকে dwarves দের বাচাবে না আর পরের বার সে trolls দের হয়ে লড়াই করবে। এটা শোনার পর Dwarves রা ভয় পেয়ে যায় এরপর তারা রাজি হয় কিন্তু তারা একটি শর্ত দেয় যে uru গলাতে তাদের একটি star এর এনার্জি প্রয়োজন odin যেনো তাদের star এর এনার্জি ব্যবহার করার অনুমতি দেয়। odin অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায়, এরপর Blacksmith's dwarf EITRI, BROK & BURI তাদের পুরো dwarves দের কাজে লাগিয়ে দেয় star এর energy ব্যবহার করে Uru কে গলানোর জন্য। প্রায় সতেরো সপ্তাহ এই star এর হিট আর এনার্জি কে ব্যবহার করে অবশেষে তারা সেই uru কে একটি shape এ আনতে সক্ষম হয় আর এভাবেই তারা mjolnir কে বানাতে সক্ষম হয়। কিন্তু অতিরিক্ত হিট আর এনার্জি নেওয়ার কারনে সেই Star টি exploded হয়ে যায় আর এই exploded এর একটি অংশ গিয়ে earth এ পরে যার কারনেই earth এ থাকা dinosaurs life নিঃশেষ হয়ে গিয়েছিলো। mjolnir তৈরি হয়ে যাওয়ার পর odin সেটিকে নিয়ে asgard এ ফিরে আসে। এরপর odin যখন এই hammer কে যাচাই করতে যায় তখনই mjolnir এদিক সেদিক চলে যেতে চাচ্ছিলো odin এর হাত থেকে, odin কন্ট্রোল করতে পারছিলো না, আসলে সেই storm টি এখনো mjolnir এর ভিতর রয়ে গেছে এবং সেই storm টি বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। একসময় mjolnir odin এর হাত থেকে ছুটে যায় আয় আসগারদ এর বিভিন্ন জায়গা ধ্বংস করতে শুরু করে দেয়। এরপর odin এই mjolnir কে asgard এর Weapon Store এ রেখে দেয় এবং কয়েকটি spells দিয়ে সেটিকে আটকে দেয়। সে এমন একটি spell কাস্টিং করে দেয় যে কেউ এই হাতিয়ার মানে mjolnir উঠাতে পারবে না, শুধুমাত্র তারাই উঠাতে পারবে যাদের এই হাতিয়ার নিজেই choose করে।
এরপর থেকে অনেকেই এই হাতিয়ার তোলার চেষ্টা করলেও এটি তুলতে সক্ষম হয় নাই, এমনকি asgard এর defenders রা সবাই ও চেষ্টা করেছিলো কিন্তু কেউই তুলতে পারে নি। এরপর odin এর ছেলে Thor এই হাতিয়ার ধরার জন্য কয়েকবার চেষ্টা করলে তাকে তার পিতা odin বাধা দেয় এবং বলে এই হাতিয়ার ধরতে হলে তোমাকে নিজেকে worthy প্রমান করতে হবে। এরপর thor কয়েকবার অনেক বড় বড় monster দের একাই হারাতো এবং হারানোর পর এই হাতিয়ার মানে mjolnir তোলার চেষ্টা করতো , কিন্তু অনেকবার চেষ্টা করার পরও সে ব্যর্থ হয়, কারন সে monster দের মারতে পারলেও নিজের মধ্যে আত্মবিশ্বাস ছিলো না, এরপর সে একটি monster কে মারতে থাকে এবং নিজেকে god of thunder, son of odin বলে দাবি করতে থাকে, অবশেষে সে অই monster কে মারতে সক্ষম হয় এরপর সে আবার mjolnir তুলতে চেষ্টা করে আর এবার সে এটি তুলতে সক্ষম হয় আর এভাবেই thor হয়ে যায় god of thunder। এসব পড়ার পর লাইব্রেরিয়ান থেমে যায়। এরপর mighty thor mjolnir এর দিকে তাকায় এবং একটি হাসি দেয় আর এরপরই mjolnir তাকে নিয়ে সেখান থেকে উড়ে আবার আগের জায়গায় নিয়ে আসে। Mjolnir এর পাওয়ার সম্পর্কে সবারই ধারনা আছে তাই আলাদা করে বলার প্রয়োজন মনে করিনি। এটাই ছিলো mjolnir এর অরিজিন। পরের পোস্ট হবে Stormbreaker কে নিয়ে।
Disclosure: This post May contains affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents

MD: Ashikur Rahman

আমি একজন মুভি ও সিরিজ লাভার। সুপারহিরো জেনরে আমি মার্ভেল ও ডিসি সকলের তৈরী সিনেমাই পছন্দ করি দেখতে। আমার ব্লগ সাইটঃ www.Tvhex.Com চাইলে আমাকে ফেসবুক ও টুইটারে ফলো করতে পারেন। facebook twitter

Previous Post Next Post