Daredevil Series Review - ডেয়ারডেভিল সিরিজ রিভিউ

Disclosure: This content is reader-supported, which means that if you click on some of our links. then we may earn a commission.
Movie Series Name : Daredevil Cast : (Charlie Cox,Elden Henson, Deborah Ann Wol, Vincent D'Onofrio, Jon Bernthal etc😅) Imdb rating : 8.6/10 Personal rating : 9.3/10 Series Type : Action,Crime,ড্রামা Review : তো সবার প্রথম বলে নেই যে এই সিরিজটা আপনি লিগাল ভাবে নেটফ্লিক্সে দেখতে পারবেন ।
Daredevil Series Review - ডেয়ারডেভিল সিরিজ রিভিউ

যদি নেটফ্লিক্স না থাকে তাইলে আর কি যেটা সবসময় করেন সেইটাই করতে হইবো। এইবার আসি সিরিজে আমি একটা কথাই বলবো এইটা নিয়ে যে মাস্টারপিস।তাছাড়া এইটা ডিস্ক্রাইব করার কোন ভাষা আমার কাছে নাই। প্লটঃ এইটার মধ্যে একজন অন্ধ উকিল থাকে যে ছোট বেলায় একটা এক্সিডেন্টের কারণে চোখে দেখতে পায় কিন্তু সেই এক্সিডেন্টের পর তার চোখগুলো ছারা শরীরের বাকি যে ছেনছোর গুলো যেমন কান আর নাক সেইগুলো একটা সাধারণ মানুষ থেকে ৩ গুন বেশি কাজ করা শুরু করে যার ফলে সে অন্ধ হয়েও অন্ধ না। তারপর সে এই শক্তির ব্যবহার করে মানুষকে হেল্প করতে থাকে। অভিনয় : এক্টিং নিয়ে আর কি বলবো মানে প্রতিটা কারেক্টার অসাধারণ কাজ করছে আর একশন গুলা পুরাই মাখন । এই সিরিজে যেই হিরো আর ভিলেন তারা ২ জন পুড়ো যেন জান দিয়ে দিছে এই সিরিজ টাকে ২ জনেরই ফেন হয়ে গেলাম বিশেষ করে ভিলেনের কারেক্টারে যে ছিল তার পারফরম্যান্স জাস্ট (😍☺🤩 Amazing,What A Swag) আমি পুড়ো ১ মাস এইটার জন্য কিছুই দেখি নাই।
শুধু এইটার মধ্যেই পরে ছিলাম এত চমৎকার একটা শো এইটা।
Negative : তেমন কোনো নেগেটিভ নাই খালি শুরুতে ১,২ টা এপিসোড একটু স্লো লাগবে কিন্তু তারপর যা শুরু হয় এইটার মধ্যে আর কি বলবো। পুরাই তান্ডব এইটার মোট ৩ টা সিজন আসছে এবং প্রতি সিজনে ১৩ টা করে এপিসোড যা প্রতিটা প্রায়(৫০-৫৫) মিনিট । দেখা শেষ করে আর বসে থাকতে পারলাম না। যাই হোক আর কিছু বললাম না লাস্ট একটা কথা বলে দেই আপনাদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য সেইটা হইলো যে এই শো টা মারভেলের তৈরি । 😍 A True Underrated Masterpiece 😍😘 Happy Watching ☺
Disclosure: This post May contains affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents

MD: Ashikur Rahman

আমি একজন মুভি ও সিরিজ লাভার। সুপারহিরো জেনরে আমি মার্ভেল ও ডিসি সকলের তৈরী সিনেমাই পছন্দ করি দেখতে। আমার ব্লগ সাইটঃ www.Tvhex.Com চাইলে আমাকে ফেসবুক ও টুইটারে ফলো করতে পারেন। facebook twitter

Previous Post Next Post